Kousik Das Kousik's Diary

Thursday 8 May 2014

-= বরুণ এক চেতনার নাম =- ( in memory of Barun kr. biswas , Inspired by a true story )




সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে । রেশমা অবশ্য কখনো ফিরতে এতো দেরি করে না । সুদিপ , সৌরভ রা আজ বরুণ স্মরন সভার আয়োজন করেছিল । কিন্তু শেষে সপ্তক দা এতো দীর্ঘ একটা বক্তব্য রাখল যে , শুনতে শুনতে দেরি হয়ে গেলো । বক্তব্য টা বেশ ভালো লাগছিল রেশমার । ইচ্ছে না থাকলেও বক্তব্য টা শেষ না করে কিছুতেই ফিরতে পারছিল না সে ।
তখন সে এসে পরেছে সেই ফাঁকা মাঠ টার পাশে , এখানে রোজ একদল ছেলে আড্ডা মারে , নেশা করে । ফেরার পথে নিয়ম করে রোজ রেশমা কে টিপ্পনি কাটে তাঁরা । তবে এই পথেই ফিরতে হয় রেশমা কে , সে মনে মনে রোজ ছেলে গুলোকে জুতো পেটা করে , কিন্তু সামনা সামনি কাউকে কিছু বলার সাহস হয়নি তাঁর । তাই সে দিনের আলো থাকতেই রোজ ফিরে আসার চেষ্টা করে ।
রাস্তার হলুদ আলোতে তাঁর ছায়া বেশ দীর্ঘ হয়ে সামনে এগিয়ে চলেছিল । তিনটে ছেলে ইতিমধ্যেই তাঁর পিছু নিয়েছে । এই সময় তাঁর সপ্তক দার বক্তব্যের শেষ লাইন গুলো খুব মনে পরছিল ।
" বরুণ এক চেতনার নাম , বরুণ এক আগুনের নাম "
সে ভাবছিল , ইসস যদি কোনও বরুণ এসে সেই ছেলে গুলো কে ধমক দিয়ে তাকে বাড়ি অবধি এগিয়ে দিতো ... ভাবতে ভাবতেই তাঁর হাতে টান পড়ল , সাথে একরাশ কটুক্তি বিদ্ধ করলো তাঁর শ্রবণ যন্ত্র কে । একটা ছেলে তাঁর হাত ধরে তাকে টানতে শুরু করেছে ।
রবি স্যার হেটে আসছিলেন রেশমার বিপরীত দিকে , হয়তো কোনও কাজে বের হয়েছিলেন । তাকে দেখে এজ মুহূর্তের জন্য রেশমার মনে পরে গেলো , স্যারের ফেয়ার ওয়েলের দিন স্কুল থেকে তাতারি চলে এসেছিল সে , ক্লাস ৭ এর কথা ।
এক ঝটকায় কোনোভাবে তাঁর হাত টা ছারিয়ে নিয়ে সে চিৎকার করলো ...
" স্যার ............ "
ছেলে গুলো শুরু করলো গালিগালাজ । তিনজন মিলে সজোরে টানতে থাকলো তাকে , মাঠের অন্ধকার কোনের দিকে ।
রবি স্যার দ্রুত পা চালিয়ে সেখানে চলে এলেন । ছেলে গুলো কে সজোরে ধমক দিয়ে বললেন ...
" হচ্ছে কি ?? জেলে যাওয়ার সখ আছে ?? "
ছেলে গুলো ওনাকে বুড়ো বলে সম্বোধন করে সেখান থেকে চলে যেতে বলল । স্যার রেশমার অপর হাত ধরে সজোরে টান দিয়ে বলল ,
" চল রেশমা আমার সাথে । "
ছেলে গুলো ঝাপিয়ে পড়ল স্যারের ওপর । রেশমা বুঝতে পারলো , স্যারের ওপর বেশ চড় ঘুসি চলছে । স্যার বলছেন ...
" চলে যা রেশমা , তাঁরা তারি চলে যা ।"
কোনও কিছু না বুঝে দৌরে পালাল রেশমা । এক দৌরে হাঁপাতে হাঁপাতে বাড়িতে গিয়ে উঠল সে ।
পরদিন খবর নিয়ে জানতে পারলো স্যারের অবস্থা বেশ খারাপ । সপ্তক দা আর সৌরভ বাড়ি ফেরার সময় স্যার কে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পায় ও হাসপাতালে নিয়ে যায় ।
দুদিন কোমায় থাকার পর রবি স্যার মৃত্যুর কোলে ঢলে পরেন । লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি রেশমা । শুধু তাঁর মমে মনে বাজছিল সপ্তক দার বক্তব্যের শেষ লাইন গুলো ...
" বরুণ এক চেতনার নাম , বরুণ এক আগুনের নাম । দুষ্কৃতি রা প্রতিবাদী কে হত্যা করে , কিন্তু প্রতীবাদ কে পারে না । বরুণ জ্বলে থাকে আমাদের মাঝেই , হাজার বরুনের মধ্যে । "

Read More

Wednesday 23 April 2014

~শখের ভোট ~ ( চতুর্দশ পদি :v )



ভোট দিয়ে শাসক পালটায় শোষণ থামে না ... 
মূর্খেরা এটা জানে তবুও জেনে বুঝেই মানে না । 

কোনটা যেন গনতন্ত্র ? 
গদিতে বসাবো পছন্দের লোক কে ... 
পছন্দ হোক বা অপছন্দ ,
ভোট দিতে হবে অভিনেতা দেব কে । 

অভিনেতা নেতা হবে ,
বোঝে কিছু রাজনীতির ?
নেতা হবে জন্ম যাত ,
হোডিং লাগিয়ে " কাজ নীতির " ।

আমরা বাপু ভোঁটার মানুষ , অতো কি আর বুঝি ?
ভোট কেন্দ্রে গিয়ে কাঁচি ,আর জোরা ফুল খুজি ।
ভোটের পর সেই কাঁচি , কাটে তাপসীর গলা ,
সুদিপ্ত সেনের গলায় চড়ে ঘাস ফুলের মালা ।
Read More

ফাঁস হল টেট এর প্রশ্ন পত্র ...

বেকার সমস্যা সমাধানের মহতি উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননিয়া মুখ্যমন্ত্রীর ভোট স্পেশাল প্রকল্প । নিম্ন লিখিত প্রস্ন সমূহের যে সঠিক উত্তর দেবে , নেক্সট টেটে তাঁকে বিনা ঘুসে চাকরী দেওয়া হবে । 

( পরীক্ষার্থীর প্রতি নির্দেশিকা - 
১। কোনও প্রকার অসদ উপায় অবলম্বন করলে তাঁকে ১০ লাখ টাকা ঘুস দিয়ে চাকরী করতে হবে , ঘুস না দিলে কেষ্টর অক্সিজেন কমে যাবে , কব্জি হারালে মুখ্যমন্ত্রী দায়ী থাকবে না । 
২। প্রশ্নে ভুল খোঁজার চেষ্টা করা হলে মাওবাদী আখ্যা দিয়ে সিলাদিত্ত্যর ন্যায় অবস্থা হবে । )

-------------------------------------------------------
পূর্ণমান - ১০ , সময় - ভোটের আগে পর্যন্ত ।

1.চরিত্র নির্ণয় করো - 3x2 =6
ক > আমি ক্ষমতায় থেকে ঘুস নিয়ে চাকরী দেই , ক্ষমতা হারালে ভোটের আগে শাসক দলের ঘুস নেওয়ার প্রতীবাদ করে দেয়াল লিখি । বলতো আমি কে ?
খ > আমি ক্ষমতায় থাকলে তাপসী মালিকের ধর্ষণ এ দুঃখ পাই না , ক্ষমতা হারালে , ভোটের আগে মধ্যমগ্রাম নিয়ে মাথা ঠুকি । বলতো আমি কে ?
গ > ক্ষমতার প্রশ্নে আমি এক সাথে বিজেপি আর কংগ্রেসের সাথে একত্রিত ভাবে ভোট লড়তে পারি , তবে জায়গামত নেতা নয় , নীতির বদল চাই ভাষণ দেই । বলত আমি কে ?

2.রি আয়ারেঞ্জ করো ।। 2x1=2

তাসের ঘড় --- > তৃনমূল কংগ্রেস ।
সি পি এম এর সংগঠন ---> দমকা হাওয়া ।

3.সঠিক উত্তর নির্ণয় কর ।। 2x1=2

বুদ্ধদেব ভট্টাচার্য ভুল করেছিলেন - >

১ ) নন্দিগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে ।
২) নেতাই এ গণহত্যা চালিয়ে ।
৩)চার ফসলা জমি টাটা কে বিনামূল্যে দিয়ে দিয়ে ।
৪) ওপরের সব কটি ।
--------------------------------------------------------
Read More

- একটি রূপকথার গল্প -

- একটি রূপকথার গল্প -

--------------------------------------------

কোনও এক প্রাচীন কালে , পশ্চিমবাংলায় অরাজকতা চরম পর্যায় পৌঁছে গেছিল । বুর্জোয়া ও শাসক সম্প্রদায়ের জাঁতাকলে পিষে মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ ।

একদিন মাঝরাতে পাঁচ জন শেয়াল একটা বিরাট বড় জাম গাছের নিচে বসে হুক্কা হুয়া ডাকছিল । ঐ গাছটায় বাসা ছিল ব্যাঙ্গমা ব্যাঙ্গমির । ব্যাঙ্গমি ব্যাঙ্গমা কে ঘুম থেকে জাগিয়ে বলল , দেখো সোনা ,শেয়াল গুলো রাজনীতি নিয়ে কি সব যেন বলছে ।ব্যাঙ্গমা নিচে তাকিয়ে এক গাল হেসে বলল , এখানে তো সেই রোজকার সিপিএম বাবু , টিএমসি বাবু , কংগ্রেস বাবু আর বিজেপি বাবু । তবে একজন কে নতুন দেখছি । এই শুনে ব্যাঙ্গমি বলল , কোথায় আগে তো কখনো এদের দেখিনি । শুনে ব্যাঙ্গমা বলল , তুমি তো নতুন এসেছ , আমার এক্স গার্লফ্রেন্ড ওদের চেনে , যাকগে চলো ওরা কি নিয়ে আলাপ করছে শুনি ।

সি পি এম বাবু - কমরেডস , আজকে কি শিকার করা যায় সবাই একটু সাজেশন দাও ।

টি এম সি বাবু - কি যে বলেন সি পি এম বাবু , ৩৪ বছর গেরস্তের মুরগি চুরি করলেন , এতদিনে সাজেশন চাইছেন ?

অজ্ঞাত বাবু - টি এম সি বাবু ৩৪ বছর দেখালেই হল ? গত দের বছর থেকে পাল বাড়ির ভুটি কুকুর টার তর তাজা বাচ্চা গুলোর হার যে কট মোট করে চিবিয়েছেন , সেটা বললেন না ? নাকি ভাগ দিতে ইচ্ছা নেই ?

কংগ্রেস বাবু - এইতো , অজ্ঞাত বাবু নতুন হলে কি হবে ? খবর সব রাখে । কি টি এম সি বাবু , দিলো তো হাটে হাঁড়ি ভেঙ্গে ?

টি এম সি বাবু - এইতো , এইতো দেখার ছিল , আগে ছিলেন আপনারা দুইজন , লোকসভা আসতেই তৃতীয় জন কে নিয়ে আসলেন ?

সি পি এম বাবু - সত্যি বলতেই কমরেড অজ্ঞাত বাবু কে আমাদের দলের লোক বানিয়ে দিলেন টি এম সি বাবু ? ভেরি আনফেয়ার ।

টি এম সি বাবু - সত্যি সুনবেন ? নন্দিগ্রামের নিরিহ ছাগল ছানা টাকে ভুলে গেলেন ? যাকে আপনার সাঙ্গ পাঙ্গ রা মিলে ...

বি জে পি বাবু - আরে থামো সব , কংগ্রেস বাবু যে পড়ানোর নাম করে কুমিরের সাত সাত টা ছানা কে এক্কেবারে কাঁচা গিলে খেল , তার কি ??

কংগ্রেস বাবু - আরে ধুর মশাই , আপনি যে ঐ সেন বাড়ির ডগ হাউস টাতে আগুন দিয়েছেন , সেটার বিচার কে করবে ?

অজ্ঞাত বাবু - বিচার আর কে করবে ? আপনাদের মহামান্য সুপ্রিমকোর্ট তো আছেই , পার্লামেন্টে গরীবের রক্ত চোষা আইন বানাবেন , আর কোর্ট দিয়ে সেই আইন রক্ষা করবেন ।

সি পি এম বাবু - এই হল খাঁটি কথা , কমরেড অজ্ঞাত বাবু বুর্জোয়া ব্যাবস্থাটা কিন্তু ঠিক ধরেছেন ।

অজ্ঞাত বাবু - আরে থামুন , সিঙ্গুরের হাজার একর বুর্জোয়া সম্পত্তি ছিল বুঝি ?

টি এম সি বাবু - কি কমরেড সি পি এম বাবু , গেলো তো সর্বহারার মুখোশ টা খুলে ? যদি গরীবের স্বার্থ দেখা দল কেউ থাকে , তবে একমাত্র তৃনমূল ই আছে ।

অজ্ঞাত বাবু - ক্লাব গুলোর মোচ্ছব কোন গরীবের স্বার্থ রক্ষার্থে দিচ্ছেন ??

( সি পি এম বাবু , কংগ্রেস বাবু , তৃনমূল বাবু , বিজেপি বাবু একটু দূরে গিয়ে কি যেন আলাপ করতে লাগল নিজেদের মধ্যে )

ব্যাঙ্গমি - কিগো শুনছো ? নতুন বাবু কিন্তু বেশ দিচ্ছেন সবাই কে ...

ব্যাঙ্গমা - ঠিকি বলেছ , দেখি কদ্দুর যায় ...

( সবাই ফিরে এলো )

কংগ্রেস বাবু - বুঝলেন কমরেড সি পি এম বাবু , আআপ বাবু কিন্তু বেশ বিচক্ষন লোক । কত্ত সুন্দর একজন সত্যবাদী শেয়াল পন্ডিত কে আমাদের ঠেকে পাঠিয়েছেন ...

অজ্ঞাত বাবু - হে হে , আমাকে আআপ বলছেন ? সেও তো আপনাদের ই লোক । জনরোষ যেন গণআন্দোলন তৈরি না করে , তার জন্য ই তো আপনারা সবে মিলে আআপ বানালেন । ঐযে , বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার ভাঙ্গা গড়া কি সব যেন করছেন ...

( সবার মুখ আমসি হয়ে গেলো । পুনরায় সি পি এম বাবু , কংগ্রেস বাবু , তৃনমূল বাবু , বিজেপি বাবু একটু দূরে গিয়ে কি যেন আলাপ করতে লাগল নিজেদের মধ্যে )

ব্যাঙ্গমি - কিগো লোক টা তো সুবিধার লাগছে না ... এতো সত্য কথা বলছে ...

ব্যাঙ্গমা - এইতো , যে ভয়টা পাচ্ছিলাম ।।

ব্যাঙ্গমি - কি ভয় পাচ্ছিলে ??

ব্যাঙ্গমা - দেখই না এবার কি হয় ...

( সবাই ফিরে এলো এবং একযোগে শুরু করলো । তাদের সবার আওয়াজ একসাথে বিকট এক হুক্কা হুয়া পরিবেশ সৃষ্টি করলো )

সি পি এম বাবু - টি এম সি এর সাথে জোট করা / বিজেপি বাবু - পাকিস্থানি দালাল / কংগ্রেস বাবু - আনন্দবাজার ডাকব / টি এম সি বাবু - ওরা মাওবাদী ( সবাই এক যোগে - এস ইউ সি / এস ইউ সি / এস ইউ সি / এস ইউ সি )

ব্যাঙ্গমি - হ্যা গো , যারা সত্যি বলে তাদের নাম জুধিস্টির হয় জানতাম , এস ইউ সি কবে থেকে হয় ?

ব্যাঙ্গমা - চুপ করো চুপ করো , এস ইউ সি নাম মুখেও নিও না , ব্যাটারা জুধিস্টিরের থেকেও সত্যবাদী । ওদের নাম মুখে নিও না , নিলে ওদের নাম যেমন সব মিডিয়া , পত্রিকার থেকে মুছে গেছে , আমাদের নামও সব গল্পের বই থেকে মুছে যাবে ।

---------------------------------------------------------
 
Read More

Tuesday 15 April 2014

নববর্ষ মানে কি ??



নববর্ষ মানে আরও এক ঝাঁক ধর্ষণ , আরও দুটো মধ্যমগ্রাম , বারাসাত , বিগত বছরের চেয় ২ এক টা বরং বেশি ।

নববর্ষ মানে গরীবের আরও গড়িব হওয়া , বড়োলোকের আরও বড়োলোক , বিগত বছরের চেয় বরং আরও কয়েক শতাংশ বেশি বৈষম্য ।

নববর্ষ মানে আরও বেশি বেকার , আরও বেশি কর্মী ছাঁটাই , বিগত বছরের চেয় বরং আরও ২ এক শতাংশ বেশি কর্মহীন ।

নববর্ষ মানে আরও বেশি কৃষক মৃত্যু , ফসলের দাম কমা , সারের দাম বৃদ্ধি , বিগত বছরের চেয় বরং ২ এক শ কৃষকের বেশি আত্মহত্যা ।

নববর্ষ মানে আরও মদের লাইসেন্স , জুয়ার আড্ডা , বিগত বছরের থেকে দুই একটা বেশি ওয়াইন সপ , তাতে ২০ দশ শতাংশ বেশি ভির ।

নববর্ষ মানে আরও বেশি বেশি স্ক্যাম , ঘোটালা , বিগত বছরের চেয় বরং ২ একশো কোটি টাকার অধিক নয়ছয় ।

নববর্ষ মানে আরও সাম্প্রদায়িক দাঙ্গা , স্বজন হারানো জিহাদ , বিগত বছরের চেয় বরং ২ একটা বেশি টেররিস্ট আক্রমন ।

নববর্ষ মানে আরও বন্ধ হাওয়া কল কারখানা , বন্ধ চা বাগান , বিগত ব্বছরের থেকে বরং ২ এক হাজার বেশি লক আউট ।

নববর্ষ মানে আরও দুই একটা রাজনৈতিক খুন , আরও দুই একটা ব্যাক্যবাগীশ নেতার কুমিরের কান্না , বিগত বছরের থেকে বরং ২ একটা গুলি বেশি অপচয় ।

সবথেকে বড় জোক অফ দা ইয়ার , মোদীর প্রধানমন্ত্রী হওয়া , বিগত বছরের থেকে বেশি কর্পোরেট ডেভলপমেন্ট ।

নববর্ষের শিশু কে , নববর্ষের কিশোর কে , নববর্ষের দিদি কে , নববর্ষের বোন কে , নববর্ষের শ্রমিক কে , নববর্ষের কৃষকে এই নববর্ষ দিতে পারলো না এক রাতের নিশ্চিন্ত নিদ্রা । এই নববর্ষ যদি শুভ হয় , তবে ...

সব্বাইকে শুভ নববর্ষ । ( প্রীতি ও শুভেচ্ছার সাথে আবকি বার , মোদী সরকার )
 
Read More

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das