Kousik Das May 2014 ~ Kousik's Diary

Thursday 8 May 2014

-= বরুণ এক চেতনার নাম =- ( in memory of Barun kr. biswas , Inspired by a true story )




সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে । রেশমা অবশ্য কখনো ফিরতে এতো দেরি করে না । সুদিপ , সৌরভ রা আজ বরুণ স্মরন সভার আয়োজন করেছিল । কিন্তু শেষে সপ্তক দা এতো দীর্ঘ একটা বক্তব্য রাখল যে , শুনতে শুনতে দেরি হয়ে গেলো । বক্তব্য টা বেশ ভালো লাগছিল রেশমার । ইচ্ছে না থাকলেও বক্তব্য টা শেষ না করে কিছুতেই ফিরতে পারছিল না সে ।
তখন সে এসে পরেছে সেই ফাঁকা মাঠ টার পাশে , এখানে রোজ একদল ছেলে আড্ডা মারে , নেশা করে । ফেরার পথে নিয়ম করে রোজ রেশমা কে টিপ্পনি কাটে তাঁরা । তবে এই পথেই ফিরতে হয় রেশমা কে , সে মনে মনে রোজ ছেলে গুলোকে জুতো পেটা করে , কিন্তু সামনা সামনি কাউকে কিছু বলার সাহস হয়নি তাঁর । তাই সে দিনের আলো থাকতেই রোজ ফিরে আসার চেষ্টা করে ।
রাস্তার হলুদ আলোতে তাঁর ছায়া বেশ দীর্ঘ হয়ে সামনে এগিয়ে চলেছিল । তিনটে ছেলে ইতিমধ্যেই তাঁর পিছু নিয়েছে । এই সময় তাঁর সপ্তক দার বক্তব্যের শেষ লাইন গুলো খুব মনে পরছিল ।
" বরুণ এক চেতনার নাম , বরুণ এক আগুনের নাম "
সে ভাবছিল , ইসস যদি কোনও বরুণ এসে সেই ছেলে গুলো কে ধমক দিয়ে তাকে বাড়ি অবধি এগিয়ে দিতো ... ভাবতে ভাবতেই তাঁর হাতে টান পড়ল , সাথে একরাশ কটুক্তি বিদ্ধ করলো তাঁর শ্রবণ যন্ত্র কে । একটা ছেলে তাঁর হাত ধরে তাকে টানতে শুরু করেছে ।
রবি স্যার হেটে আসছিলেন রেশমার বিপরীত দিকে , হয়তো কোনও কাজে বের হয়েছিলেন । তাকে দেখে এজ মুহূর্তের জন্য রেশমার মনে পরে গেলো , স্যারের ফেয়ার ওয়েলের দিন স্কুল থেকে তাতারি চলে এসেছিল সে , ক্লাস ৭ এর কথা ।
এক ঝটকায় কোনোভাবে তাঁর হাত টা ছারিয়ে নিয়ে সে চিৎকার করলো ...
" স্যার ............ "
ছেলে গুলো শুরু করলো গালিগালাজ । তিনজন মিলে সজোরে টানতে থাকলো তাকে , মাঠের অন্ধকার কোনের দিকে ।
রবি স্যার দ্রুত পা চালিয়ে সেখানে চলে এলেন । ছেলে গুলো কে সজোরে ধমক দিয়ে বললেন ...
" হচ্ছে কি ?? জেলে যাওয়ার সখ আছে ?? "
ছেলে গুলো ওনাকে বুড়ো বলে সম্বোধন করে সেখান থেকে চলে যেতে বলল । স্যার রেশমার অপর হাত ধরে সজোরে টান দিয়ে বলল ,
" চল রেশমা আমার সাথে । "
ছেলে গুলো ঝাপিয়ে পড়ল স্যারের ওপর । রেশমা বুঝতে পারলো , স্যারের ওপর বেশ চড় ঘুসি চলছে । স্যার বলছেন ...
" চলে যা রেশমা , তাঁরা তারি চলে যা ।"
কোনও কিছু না বুঝে দৌরে পালাল রেশমা । এক দৌরে হাঁপাতে হাঁপাতে বাড়িতে গিয়ে উঠল সে ।
পরদিন খবর নিয়ে জানতে পারলো স্যারের অবস্থা বেশ খারাপ । সপ্তক দা আর সৌরভ বাড়ি ফেরার সময় স্যার কে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পায় ও হাসপাতালে নিয়ে যায় ।
দুদিন কোমায় থাকার পর রবি স্যার মৃত্যুর কোলে ঢলে পরেন । লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি রেশমা । শুধু তাঁর মমে মনে বাজছিল সপ্তক দার বক্তব্যের শেষ লাইন গুলো ...
" বরুণ এক চেতনার নাম , বরুণ এক আগুনের নাম । দুষ্কৃতি রা প্রতিবাদী কে হত্যা করে , কিন্তু প্রতীবাদ কে পারে না । বরুণ জ্বলে থাকে আমাদের মাঝেই , হাজার বরুনের মধ্যে । "

Read More

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das