Kousik Das About Me ~ Kousik's Diary

About Me

Kousik Das
Kousik Das
আমি আর দশটা ২০ বছর বয়েসি ছেলেদের মতনই , খুব সাধারণ একজন ছেলে । মধ্যবিত্ত পড়িবারে বড় হয়ে ওঠা । ছোটো পড়িবার , সুখী পড়িবার ভেবে বাবা মা যৌথ পড়িবার থেকে বেরিয়ে এসেছিলেন জন্মের আগেই , তারাও দুজনেই চাকুরীজীবী । তাই আমার খুব একটা সামাজিক হয়ে ওঠা হয়নি ।

ছোটো থেকেই অচেনা পরিবেশে কথা বলতে ভয় পাই । তবে অন্যদের খুব ভালো জ্ঞান দিতে পারি । যদিও বন্ধুরা বাধ্য হয়ে শোনার পর হাফ ছেরে বাঁচে । মেয় দের থেকে চিরকালের এলারজি । তবে ১৬ বছর বয়েসে একজনের সান্নিদ্ধে এসে আমার সেই ভাব টা কেটে গিয়েছিল । তবে সে যখন ছেরে চলে গেল , তখন এলারজি ঘৃণায় পরিনত হল । জে কোনও মেয় দেখলেই মনে হয় , " এই মেয় টাও তো সেই একই কাজ করবে " ।

বাজে বকে লাভ নেই , যেহেতু পেজের নাম এবাউট মি , তাই আমার ডিটেলস দেওয়াই ভালো ।

আমার নাম কৌশিক দাস ।

উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি ।

শ্যাম বর্ণ ......

আরে যাহ ... এটা কি পাত্রি চাই বিজ্ঞাপন নাকি ? আমিও পাগল মাইরি ...

আচ্ছা , যেহেতু নিজের নামে নিজে ওয়েব পেজ বানিয়েছি , তাহলে বুঝতেই পারছেন নিজের ঢাক আমি পেটাতে ভালোই পারি । আমি কম্পিউটার এপ্লিকেসন , লিটেরেচার দুটো তেই এক সাথে স্নাতক ডিগ্রি লাভের চেষ্টায় আছি । দুই এক বার অলরেডি ফেল করা শেষ :P ।

আমি সব কিছুই পারি , কিন্তু কোনও টাই ভালো পারি না । তবে প্রোগ্রামিং , ওয়েব ডেভলপিং , সিকুরিটি ও ইথিকাল হ্যাকিং এ কিছুটা দক্ষতা আছে ।

রাজনৈতিক ভাবে সচেতন । ইতিহাস ও বিজ্ঞান এর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের রাজনৈতিক  দর্শন ঠিক করতে গিয়ে , এক এবং এক মাত্র কমিউনিসম কে বর্তমান সমাজের সকল রাজনৈতিক এবং সামাজিক সমস্যার সমাধান হিসাবে খুঁজে পেলাম । বি দ্র - আমি সি পি এম করি না , কার্যত সি পি এম এর মতো মেকি কমিউনিস্ট দল কে ঘৃণা করি ।

মাঝে মাঝে কবিতা , গল্প , সাহিত্য রচনা করার ও চেষ্টা করি । অবসর সময়ে কিছু বই পোড়তে ভালোবাসি । যদিও অবসর নামের বিষয় টা জীবনে খুব বেশি নেই । তবুও সেই সময় অন্য লেখক দের লেখা পরে বুঝতে পারি আমার লেখা কতটা অখাদ্য ।

বিজ্ঞান সংগঠন করি , সেই সংগঠনের পত্রিকার সম্পাদক হিসাবে কিছু লেখালেখি করতেই হয় । প্রকৃত যুক্তিবাদী হওয়ার ও দ্বন্দ্বীক বস্তুবাদ রপ্ত করার চেষ্টায় আছি ।

সাধের ফটোগ্রাফি করি । ক্যেমেরা বলতে কোনও ডি এস এল আর নেই । আছে ফুজি ফিল্ম      এর একটা পুরানো ১৪ মেগা পিক্সেল সেমি এস এল আর। তার ও আবার ইমেজ ক্লিয়ারিটি আর কোয়ালিটি নোকিয়া ৩১১০ ক্লাসিক এর থেকেও খারাপ ।

এই সাইটে আমার সুখ দুঃখ সবই পাবেন । শুধু অনুরোধ , বাজে মন্তব্য করে মনে ব্যাথা দেবেন না । :)
আমার দুই বছর আগের ছবি
আমার বর্তমান ছবি

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das