Kousik Das হে বঙ্গ , ভুলিও না ... ~ Kousik's Diary

Friday 27 December 2013

হে বঙ্গ , ভুলিও না ...



হে বঙ্গ , বুঝিলাম মমতার শাসনে তোমরা তৃপ্ত নও , বুঝিলাম সরকারী কর্মী রা ডি এ হইতে বঞ্চিত , বেকার সম্প্রদায় চাকুরি খুজিয়া হয়রান , তবু ভুলিও না সিঙ্গুর , ভুলিওনা নন্দিগ্রাম ।

ভুলিও না , মেদিনীপুর সিপিএম এর জেলা সম্পাদক দীপক সরকারের হুঙ্কার ,
" তপন শুকুর , আমাদের দলের সম্পদ " মোদের অহঙ্কার !

হে বঙ্গ , ভুলিও না , কতো দুঃখ বুকে লয়ে কমরেড ইনকিলাব খাঁ বলিয়াছিল বার বার ,
"এতদিন বলিয়া আসিয়াছি ‘লাঙ্গল যার, জমি তার৷’ আজ কী করে বলিব, ‘পুঁজি যার, জমি তার?"

ভুলিও না সিঙ্গুরের কথা , হাজার একরের প্রতি টাটার মনের ব্যাথা ।ভুলিওনা কৃষকের ঘাম , যার ওপর টাটার ভাঙ্গা দালান , আজও গায় শোষকের জয়গান ।

ভুলিও না , নন্দিগ্রামের সোমা বেরা আজও তাঁর স্বামীর প্রতিক্ষায় চক্ষে অস্রু , আর সিঁথি তে সিঁদুর মাখিয়া , মালতী জানা কোর্টের দ্বারে গণধর্ষণের বিচারের আশায় , রয়েছে বুক বাঁধিয়া ।

ভুলিওনা বঙ্গেরে রক্তাক্ত ইতিহাস , বারুদের ঝাঁজালো গন্ধের বাতাস ।ভুলিও না তাপসি মালিকের কঙ্কাল । ভুলিওনা ধর্ষিত মা , মাটি , মানুষের চিৎকার , মনে রেখো চিরকাল ।

হে বঙ্গ , যদি আজ অদক্ষ শাসনে তোমার শ্বাস হয় বদ্ধ , যদি গণতন্ত্রের বাক হয় রুদ্ধ , তুমি কি মাপ করিবে সেই হার্মাদ রাজ ? সেই দাম্ভিক বুদ্ধ ?

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das