Kousik Das দুর্গ ~ Kousik's Diary

Tuesday 7 January 2014

দুর্গ

প্রথমে ওনারা ঈশ্বর সৃষ্টি করিল
নিজেরা সাজিল দালাল ।
সেবা করো মোড় , ঈশ্বরের হুকুম
দাও সবারে জানান ।
এতক বলিয়া কাটিল জুগ ,
একদিন শ্রমিকের মনে উঠিল হুজুক ,
ঈশ্বর নয় যথেষ্ট ।।

এরপর তেনারা সৃষ্টি করিল গোষ্ঠী ,
নিজেরা সাজিল প্রধান ।
ঠেকাইতে ক্ষোভ এইবার শেষে ,
ক্ষত্রিয় দিল অবদান ।
সেবা করো মোড় , প্রধানের হকুম
দাও সবারে জানান ।
এতক বলিয়া কাটিলও জুগ ,
আবার শ্রমিকের মনে হুজুক ,
প্রধান নয় সর্ব শক্তিমান ।

এবার তেনারা সৃষ্টি করিল রাষ্ট্র ,
নিজেরা সাজিল পতি ।
শ্রমিকের রক্ত না চুষিলে ,
দেশের ভীষণ ক্ষতি ।
পরিল ধন্য , দেশের জন্য
আইন হয়েছে জারি ...
বিপথে গেলে পিঠে পরবে ,
১০০ চাবুকের বারি ।

এবার যখন উঠিল হুজুক ,
মার্কস , লেনিন বুঝিল সুযোগ ।
সাম্যের কথা পরিতে কানে ,
জ্বলিয়া উঠিল রক্ত ।
লাখ শ্রমিক একটাই নজরুল ,
গাহিল সাম্যের গান ।
দিয়াছি অনেক, দিতেহবে বুঝি
আরও লাখ লাখ লাখ প্রান ।

চেয়ে দেখো দূরে , ওই লাল ভোঁরে
উঠিতেছে নয়া সূর্য ,
লাখ শ্রমিক , একটাই লক্ষ
হে দালাল , এবার ভাঙ্গিব তোমার দুর্গ ।।

দুর্গ ,
কৌশিক দাস
১৬ / ৫ / ১৩

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das