Kousik Das আঙ্কেল বিড়ি টা নেভান ~ Kousik's Diary

Tuesday 7 January 2014

আঙ্কেল বিড়ি টা নেভান

কাল বাসে এক ভদ্রলোক সিগারেট ফুকছিল ।
আমি জাস্ট ভদ্রভাবে বললাম , আঙ্কেল বিড়ি টা নেভান ।

ভদ্রলোক তেলে বেগুনে জ্বলে আগুন ...
বেশ করা ভাবেই
বললেন , ভাই আমার পয়সায় আমি কি খাই তাতে তোমার কি ?

আমি বললাম ,

প্রথমত , পাব্লিক প্লেসে স্মোক করা ইলিগাল ।

দ্বিতীয়ত , আপনি যে সিগারেট টা জালাচ্ছেন তা অক্সিজেন
পুরিয়ে বাতসে কারবন ডাই অক্সাইড সহ ২৩ টি বিসাক্ত গ্যাস
ছাড়ছে বাতাসে । যার কারনে আপনার পরিবারের মানুষ গুলো
সমেত আমি বিষ পান করতে বাধ্য হচ্ছি । আপনাকে কেউ
অধিকার দেয়নি আমার ভাগের অক্সিজেন টা বিড়ি জ্বালিয়ে
নষ্ট করার । তাই এর পর চাপা নারবেন তো লাগাবো এক চর ।

ভদ্রলোক তো হা ... এতো কিছু তো ভাবি নি ...

এখন ভাবুন ।।

1 comments:

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das