Kousik Das একবার নিচে এসে দেখ ~ Kousik's Diary

Tuesday 1 October 2013

একবার নিচে এসে দেখ

ওহে বুর্জোয়া ,
একবার তোমার মুনাফার গদি ছেরে নিচে এসে দেখ ...
প্রতি টি ইট , কাঠ , পাথরে ,
তুমি শুনতে পাবে শ্রমিকের জয়গান ...
একবার নিচে এসে দেখ ,
কবির প্রতি টি কবিতা বলেছে কাদের কথা ?
তুমি কিনেছ প্রাসাদ , চাবুক ঝরিয়েছ তাদের বুকে ...
তবুও কবির লেখনী সুধু তাদের কথাই লিখে ...
ওহে বুর্জোয়া , তুমি মেরেছ তোপ , চালিয়েছ গুলি ,
বদলায় নি তবু ইতিহাসের বুলি ।
পারছ কি তুমি শুনতে ?
ইতিহাস কেবল বলেছে তাদের কথা ,
জাকে গোলাম বলে তুমি কিনতে ।
একবার সুধু দেখ চেয়ে ,
জারা ক্ষেতে মাঠে ঘাম ঝরায় ,
জারা কাজ করে কারখানায় ,
তারাই গরেছে সভ্যতা ।
আছে কে ? তাদের হার মানায় ?
তোমার তাজমহাল ? আহা , সবাই জানে ...
ওটা শ্রমিকের গড়া ।
হিসবে রাখনি ? ভালো ,
রয়েছে রক্ত লেখা ।
কি ভাবছ ? তোমার হাসি , তোমার খুসি
সব সুবিধায় তোমার কপি রাইট ।
তবু কেন ইতিহাস জুরে সুধু তারা ,
জাড়া জীবনের সাথে করছে ফাইট ?
এখনো বোঝনি ?
তোমার যে উঁচু ইমারত ,
সেটাও ওদেরই কেরামত ।
ওরা না ঝরালে ঘাম , কি করে তুমি চলতে ?
সময় আসছে , ওরা রুখে দারাবে ,
হক এর কথা বলতে ।

একবার নিচে এসে দেখ
কৌশিক দাস
৩/৬/১৩
 

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das