Kousik Das বন্দুক নিলে হাতে ( Banduk nile hate , Kabir suman ) ~ Kousik's Diary

Saturday 16 November 2013

বন্দুক নিলে হাতে ( Banduk nile hate , Kabir suman )

কিছুই পরেনা পাতে , তাই বন্দুক নিলে হাতে ...
সাল বনের দস্যি ছেলে এতো সাহস কোথায় পেলে ? 

সাল মহুয়ায় খুজি কাব্য , ছুটি ছাটায় বেড়াতে গিয়ে ...
আজ কারখানা নিয়ে ভাববো , কোনও শ্রেষ্ঠী কে সাথে নিয়ে । 

তুমি বন বাদারের লোক , সাল বনের দস্যি ছেলে... 
বড় একরোখা দুটি চোখ , তাই বন্দুক খুঁজে পেলে । 

৪৭ সাল থেকে , শুধু খিদেই দেখলে চেখে ... 
কার অন্ন কাদের খাওয়া , বোকা ছেলের কান্না পাওয়া ।

অরণ্যে দিন রাত্রি , আমি চলচ্চিত্র যাত্রী ...
আমি সুটিং করেত আসি , আমি সভ্যতা ভালো বাসি ।

আছে সভ্যতা কোনখানে , খোঁজো উন্নয়নের মানে ...
ভাবো কোন পথে তুমি ছুটবে , বড় কারখানা গড়ে উঠবে ।

পাবে দিন গুঁজে যান কাজ(!!!) ,পড় গণতন্ত্রের সাজ ...
নাকি স্বপ্ন দেখবে রাতে ? একা বন্দুক নিয়ে হাতে ?

কিছুই পরেনা পাতে , তাই বন্দুক নিলে হাতে ...
সাল বনের দস্যি ছেলে এতো সাহস কোথায় পেলে ?

- কবীর সুমন

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das