Kousik Das নববর্ষ মানে কি ?? ~ Kousik's Diary

Tuesday 15 April 2014

নববর্ষ মানে কি ??



নববর্ষ মানে আরও এক ঝাঁক ধর্ষণ , আরও দুটো মধ্যমগ্রাম , বারাসাত , বিগত বছরের চেয় ২ এক টা বরং বেশি ।

নববর্ষ মানে গরীবের আরও গড়িব হওয়া , বড়োলোকের আরও বড়োলোক , বিগত বছরের চেয় বরং আরও কয়েক শতাংশ বেশি বৈষম্য ।

নববর্ষ মানে আরও বেশি বেকার , আরও বেশি কর্মী ছাঁটাই , বিগত বছরের চেয় বরং আরও ২ এক শতাংশ বেশি কর্মহীন ।

নববর্ষ মানে আরও বেশি কৃষক মৃত্যু , ফসলের দাম কমা , সারের দাম বৃদ্ধি , বিগত বছরের চেয় বরং ২ এক শ কৃষকের বেশি আত্মহত্যা ।

নববর্ষ মানে আরও মদের লাইসেন্স , জুয়ার আড্ডা , বিগত বছরের থেকে দুই একটা বেশি ওয়াইন সপ , তাতে ২০ দশ শতাংশ বেশি ভির ।

নববর্ষ মানে আরও বেশি বেশি স্ক্যাম , ঘোটালা , বিগত বছরের চেয় বরং ২ একশো কোটি টাকার অধিক নয়ছয় ।

নববর্ষ মানে আরও সাম্প্রদায়িক দাঙ্গা , স্বজন হারানো জিহাদ , বিগত বছরের চেয় বরং ২ একটা বেশি টেররিস্ট আক্রমন ।

নববর্ষ মানে আরও বন্ধ হাওয়া কল কারখানা , বন্ধ চা বাগান , বিগত ব্বছরের থেকে বরং ২ এক হাজার বেশি লক আউট ।

নববর্ষ মানে আরও দুই একটা রাজনৈতিক খুন , আরও দুই একটা ব্যাক্যবাগীশ নেতার কুমিরের কান্না , বিগত বছরের থেকে বরং ২ একটা গুলি বেশি অপচয় ।

সবথেকে বড় জোক অফ দা ইয়ার , মোদীর প্রধানমন্ত্রী হওয়া , বিগত বছরের থেকে বেশি কর্পোরেট ডেভলপমেন্ট ।

নববর্ষের শিশু কে , নববর্ষের কিশোর কে , নববর্ষের দিদি কে , নববর্ষের বোন কে , নববর্ষের শ্রমিক কে , নববর্ষের কৃষকে এই নববর্ষ দিতে পারলো না এক রাতের নিশ্চিন্ত নিদ্রা । এই নববর্ষ যদি শুভ হয় , তবে ...

সব্বাইকে শুভ নববর্ষ । ( প্রীতি ও শুভেচ্ছার সাথে আবকি বার , মোদী সরকার )
 

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das