Kousik Das - একটি রূপকথার গল্প - ~ Kousik's Diary

Wednesday 23 April 2014

- একটি রূপকথার গল্প -

- একটি রূপকথার গল্প -

--------------------------------------------

কোনও এক প্রাচীন কালে , পশ্চিমবাংলায় অরাজকতা চরম পর্যায় পৌঁছে গেছিল । বুর্জোয়া ও শাসক সম্প্রদায়ের জাঁতাকলে পিষে মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ ।

একদিন মাঝরাতে পাঁচ জন শেয়াল একটা বিরাট বড় জাম গাছের নিচে বসে হুক্কা হুয়া ডাকছিল । ঐ গাছটায় বাসা ছিল ব্যাঙ্গমা ব্যাঙ্গমির । ব্যাঙ্গমি ব্যাঙ্গমা কে ঘুম থেকে জাগিয়ে বলল , দেখো সোনা ,শেয়াল গুলো রাজনীতি নিয়ে কি সব যেন বলছে ।ব্যাঙ্গমা নিচে তাকিয়ে এক গাল হেসে বলল , এখানে তো সেই রোজকার সিপিএম বাবু , টিএমসি বাবু , কংগ্রেস বাবু আর বিজেপি বাবু । তবে একজন কে নতুন দেখছি । এই শুনে ব্যাঙ্গমি বলল , কোথায় আগে তো কখনো এদের দেখিনি । শুনে ব্যাঙ্গমা বলল , তুমি তো নতুন এসেছ , আমার এক্স গার্লফ্রেন্ড ওদের চেনে , যাকগে চলো ওরা কি নিয়ে আলাপ করছে শুনি ।

সি পি এম বাবু - কমরেডস , আজকে কি শিকার করা যায় সবাই একটু সাজেশন দাও ।

টি এম সি বাবু - কি যে বলেন সি পি এম বাবু , ৩৪ বছর গেরস্তের মুরগি চুরি করলেন , এতদিনে সাজেশন চাইছেন ?

অজ্ঞাত বাবু - টি এম সি বাবু ৩৪ বছর দেখালেই হল ? গত দের বছর থেকে পাল বাড়ির ভুটি কুকুর টার তর তাজা বাচ্চা গুলোর হার যে কট মোট করে চিবিয়েছেন , সেটা বললেন না ? নাকি ভাগ দিতে ইচ্ছা নেই ?

কংগ্রেস বাবু - এইতো , অজ্ঞাত বাবু নতুন হলে কি হবে ? খবর সব রাখে । কি টি এম সি বাবু , দিলো তো হাটে হাঁড়ি ভেঙ্গে ?

টি এম সি বাবু - এইতো , এইতো দেখার ছিল , আগে ছিলেন আপনারা দুইজন , লোকসভা আসতেই তৃতীয় জন কে নিয়ে আসলেন ?

সি পি এম বাবু - সত্যি বলতেই কমরেড অজ্ঞাত বাবু কে আমাদের দলের লোক বানিয়ে দিলেন টি এম সি বাবু ? ভেরি আনফেয়ার ।

টি এম সি বাবু - সত্যি সুনবেন ? নন্দিগ্রামের নিরিহ ছাগল ছানা টাকে ভুলে গেলেন ? যাকে আপনার সাঙ্গ পাঙ্গ রা মিলে ...

বি জে পি বাবু - আরে থামো সব , কংগ্রেস বাবু যে পড়ানোর নাম করে কুমিরের সাত সাত টা ছানা কে এক্কেবারে কাঁচা গিলে খেল , তার কি ??

কংগ্রেস বাবু - আরে ধুর মশাই , আপনি যে ঐ সেন বাড়ির ডগ হাউস টাতে আগুন দিয়েছেন , সেটার বিচার কে করবে ?

অজ্ঞাত বাবু - বিচার আর কে করবে ? আপনাদের মহামান্য সুপ্রিমকোর্ট তো আছেই , পার্লামেন্টে গরীবের রক্ত চোষা আইন বানাবেন , আর কোর্ট দিয়ে সেই আইন রক্ষা করবেন ।

সি পি এম বাবু - এই হল খাঁটি কথা , কমরেড অজ্ঞাত বাবু বুর্জোয়া ব্যাবস্থাটা কিন্তু ঠিক ধরেছেন ।

অজ্ঞাত বাবু - আরে থামুন , সিঙ্গুরের হাজার একর বুর্জোয়া সম্পত্তি ছিল বুঝি ?

টি এম সি বাবু - কি কমরেড সি পি এম বাবু , গেলো তো সর্বহারার মুখোশ টা খুলে ? যদি গরীবের স্বার্থ দেখা দল কেউ থাকে , তবে একমাত্র তৃনমূল ই আছে ।

অজ্ঞাত বাবু - ক্লাব গুলোর মোচ্ছব কোন গরীবের স্বার্থ রক্ষার্থে দিচ্ছেন ??

( সি পি এম বাবু , কংগ্রেস বাবু , তৃনমূল বাবু , বিজেপি বাবু একটু দূরে গিয়ে কি যেন আলাপ করতে লাগল নিজেদের মধ্যে )

ব্যাঙ্গমি - কিগো শুনছো ? নতুন বাবু কিন্তু বেশ দিচ্ছেন সবাই কে ...

ব্যাঙ্গমা - ঠিকি বলেছ , দেখি কদ্দুর যায় ...

( সবাই ফিরে এলো )

কংগ্রেস বাবু - বুঝলেন কমরেড সি পি এম বাবু , আআপ বাবু কিন্তু বেশ বিচক্ষন লোক । কত্ত সুন্দর একজন সত্যবাদী শেয়াল পন্ডিত কে আমাদের ঠেকে পাঠিয়েছেন ...

অজ্ঞাত বাবু - হে হে , আমাকে আআপ বলছেন ? সেও তো আপনাদের ই লোক । জনরোষ যেন গণআন্দোলন তৈরি না করে , তার জন্য ই তো আপনারা সবে মিলে আআপ বানালেন । ঐযে , বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার ভাঙ্গা গড়া কি সব যেন করছেন ...

( সবার মুখ আমসি হয়ে গেলো । পুনরায় সি পি এম বাবু , কংগ্রেস বাবু , তৃনমূল বাবু , বিজেপি বাবু একটু দূরে গিয়ে কি যেন আলাপ করতে লাগল নিজেদের মধ্যে )

ব্যাঙ্গমি - কিগো লোক টা তো সুবিধার লাগছে না ... এতো সত্য কথা বলছে ...

ব্যাঙ্গমা - এইতো , যে ভয়টা পাচ্ছিলাম ।।

ব্যাঙ্গমি - কি ভয় পাচ্ছিলে ??

ব্যাঙ্গমা - দেখই না এবার কি হয় ...

( সবাই ফিরে এলো এবং একযোগে শুরু করলো । তাদের সবার আওয়াজ একসাথে বিকট এক হুক্কা হুয়া পরিবেশ সৃষ্টি করলো )

সি পি এম বাবু - টি এম সি এর সাথে জোট করা / বিজেপি বাবু - পাকিস্থানি দালাল / কংগ্রেস বাবু - আনন্দবাজার ডাকব / টি এম সি বাবু - ওরা মাওবাদী ( সবাই এক যোগে - এস ইউ সি / এস ইউ সি / এস ইউ সি / এস ইউ সি )

ব্যাঙ্গমি - হ্যা গো , যারা সত্যি বলে তাদের নাম জুধিস্টির হয় জানতাম , এস ইউ সি কবে থেকে হয় ?

ব্যাঙ্গমা - চুপ করো চুপ করো , এস ইউ সি নাম মুখেও নিও না , ব্যাটারা জুধিস্টিরের থেকেও সত্যবাদী । ওদের নাম মুখে নিও না , নিলে ওদের নাম যেমন সব মিডিয়া , পত্রিকার থেকে মুছে গেছে , আমাদের নামও সব গল্পের বই থেকে মুছে যাবে ।

---------------------------------------------------------
 

0 comments:

Post a Comment

© 2013 Kousik's Diary , AllRightsReserved.

Designed by Kousik Das